থর মুরুভূমি/Thar Desert

 থর মুরুভূমি


*/থর মরুভূমি সৃষ্টির কারণ-থর মরুভূমি সৃষ্টির কয়েকটি কারণ দীর্ঘ সময় ধরে কম বৃষ্টিপাতের ফলে উদ্ভিদ   জন্মানো কমে গেছে, গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা যেমন ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এর ফলে গাছপালা থেকে জল বাষ্পিত হয়ে যায় এবং গাছপালা মারা যায়, যতটুকু বৃষ্টি হয় তা থেকেও পানি বাষ্প হয়ে উঠে যায়, বড় বড় গাছপালা না থাকার কারণে সেখান কার জায়গা অল্প রোদ্রের সময়ও মাটি গরম হয়ে থাকে



*/থর মরুভূমির অবস্থান -  থর মরুভূমি এটি ভারতের পশ্চিমাংশে অবস্থিত প্রায় ২লাখ কিলোমিটার। এর মধ্যে রয়েছে ৭০% ভারতের যেমন রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাব  এবং ৩০%  অংশ পাকিস্তানের।

*/থড় মরুভূমির বায়ু -থর মরুভূমির গ্রীষ্মকালের সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় দিনের বেলায় প্রখর রোধ এবং রাত্রে বেলায় তাপমাত্রা নেমে নিচে চলে গেছে বার্ষিক গড় বৃষ্টিপাত১০০-৫০০ মিলিমিটার যা খুবই কম।

*/ থর মরুভূমির জীবজগৎ -যদিও মরুভূমি মৃত  তাও এখানে জীবজগৎ রয়েছে এখানে কাটাযুক্ত ঝোপ বাবলা গাছ খেজুর গাছ ইত্যাদিগা রয়েছে যা বায়ু থেকে জল শোষণ করে বেঁচে থাকে। মরুভূমিতে বিভিন্ন পশু ও পাখি রয়েছে যেমন -উট কৃষ্ণ হরিণ নীলগাই সাপ শিয়াল শিয়াল এছাড়াও বিভিন্ন পশু পাখি রয়েছে এ মরুভূমি উদ্যানে।

*/থর মরুভূমির মানুষের জীবন যাপন-এখানে ছোট গ্রামে মানুষ বসবাস করে তাদের ঘর সাধারণত মাটির এবং খর পালা দিয়ে তৈরি হয়। এখানকার স্থানীয় ভাবে উৎপাদন বাজরা ডাল দুধ ঘি ইত্যাদি উঠে দুধ দিয়ে তৈরি খাবার খেয়ে বেঁচে থাকে। এবং এখানকার পুরুষরা রঙিন পাগড়ী পরে মহিলারা ঘাগড়া ওড়না পরে এখানকার যাতায়াতের প্রধান উপকরণটি হল উট এখানকার মানুষেরা বাহন হিসেবে ব্যবহার করে থাকে।

*/থর মরুভূমির মানুষদের অর্থনৈতিক ও জীবন জীবিকা -পর্যটন জয়সলমীর বিজ্ঞানে জোশ মরুভূমির দৈর্ঘ্য ও সাংস্কৃতিক উৎসব প্রচুর পর্যটক আকর্ষণ করে থাকে প্রত্যেকবার। রাজধানী কটকের সূচি কর্মকাঠের কাজে বিখ্যাত হয়ে থাকে। পশুপালন এখানকার মানুষেরা সাধারণত এই মরুভূমিতে উট ছাগল মুরগি ভেড়া ইত্যাদি চাষ করে থাকে। সীমিত বৃষ্টিপাতের কারণে মাটির শুষ্ক হোক থাকে এর জন্য অন্যান্য ফসল হয় না তাই এখানকার মানুষেরা বাজরা গম ছোলা ডাল ইত্যাদি উৎপাদন থাকে।

*/থর মরুভূমিতে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়- যেমন মরুকরণ কৃষি উৎপাদনের সীমাবদ্ধতা দারিদ্র শিক্ষা সমৃদ্ধ পানির অভাব হয়ে থাকে এখানে বালুঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ভালো হয় না এর কারণে এখানকার খাবারের ঘাট দেখা যায়।

*/হর মরুভূমি উন্নয়নমূলক উদ্যোগ-পাঞ্জাব থেকে পানি সরবরাহ করে রাজস্থানের মরুভূমির অঞ্চলে কৃষি ও পানীয় জলের সুবিধা যদি করা হয় তাহলে বৃক্ষরোপণ বালিয়াড়ি নিয়ন্ত্রণ  হতে পারে পর্যটক শিল্পকে উন্নয়নের জন্য সরকারের নানা পদক্ষেপ নেওয়া দরকার।

*/যে যে পদক্ষেপগুলি নিলে এই মরুভূমি আবার সবুজ হয়ে উঠতে পারবে-যেমন পাঞ্জাব থেকে জল সরবরাহ করা এবং থর মরুভূমিতে বেশি বেশি পরিমাণে গাছ লাগানো বর্ষার জল আটকানোর জন্য বড় বড় সিমেন্টের ট্যাংকে জল সংগ্রহ করা উন্নতমানের ফসল উৎপাদন করা সরকারের দিক থেকে সাহায্য নেওয়া সৌরশক্তি ব্যবহার করা এছাড়াও উন্নত মানের ফার্মিং করা এগুলো করলে কিছুটা পরিমাণে হলেও মরুভূমি সবুজ হয়ে উঠতে পারবে।

(Photos used in this post are from Unsplash)

Thanks for contact me

Post a Comment (0)
Previous Post Next Post